বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ করছেন বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী

চট্টগ্রাম নগরীস্থ চান্দগাঁও আবাসিক এলাকার সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. সেলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক কামাল উদ্দিন খান মুকুল। পিসি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইব্রাহিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কানুগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন মামুন, বেঙ্গুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর রহীম, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মো. এনামুল হাসান, বিশিষ্ট নাট্যকার শাহেদুল আলম প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ