শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

শেষ হলো ঢাকা আইনজীবী সমিতির ভোট গ্রহণ ॥ আজ গণনা

 

স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-১৮ কার্য নির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। আজ শুক্রবার সকাল থেকে এ ভোট গণনা শুরু হবে। দুই দিনে মোট ভোট পড়েছে ৮৯১০টি। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত আইনজীবীদের নীল প্যানেল লড়ছে। 

নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১৭-১৮ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।

নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আয়ুবুর রহমান। অন্যদিকে নীল প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু।

সম্পাদকীয় পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদকীয় প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী মো. আব্দুল বারিক,  ট্রেজারার  মো. লতিফুর রহমান আযাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারয়ার কায়সার (রাহাত), সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক পদে আবুল কালাম আযাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহনাজ বেগম শিরিন, দফতর সম্পাদক পদে মো. আফানুর রহমান (রুবেল), সমাজকল্যাণ সম্পাদক পদে এমএবিএম খাইরুল ইসলাম (লিটন) এবং ক্রীড়া (খেলাধুলা) সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল ইসলাম (কাইয়ুম)।

নীল প্যানেলের ১৫টি সদস্য পদের জন্য লড়ছেন, অ্যাডভোকেট আরিফ হোসাইন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নুপুর, মিনারা বেগম, জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মোহাম্মাদ আমিনুল হোসাইন পান্নু এবং তামান্না খানম এরিন।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী শাহিনারা ইয়াসমিন, সহ-সভাপতি মো. মনজুর আলম মনজু, ট্রেজারার মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান দিপু, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন পাটুয়ারি, লাইব্রেরি সম্পাদক মো. মনোয়ারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ, দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং ক্রীড়ায় সাদিয়া আফরিন শিল্পী।

সাদা প্যানেলের ১৫টি সদস্য পদে আছেন, অ্যাডভোকেট মাহমুদুল হাসান অমি, মো. আল-আমিন সরকার, মো. খোরশেদ আলম পরভেজ, মো. মোস্তফিজুর রহমান সুজন, মির্জা মো. জামাল হোসেন, মোহাম্মদ খায়েরুল ইসলাম, মো. মোশারফ হোসেন ভুইয়া মিশু, মো. সাইফুজ্জামান টিপু, মো. আহসান হাবিব, সাবিনা আক্তার দিপা, সাদিয়া আফরোজা, শেখ সাইদুর রহমান সুমন, সজয় চক্রবর্তী, সুমন মিয়া এবং ওয়ায়েস আহমেদ কায়েস।

অনলাইন আপডেট

আর্কাইভ