শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিরাজগঞ্জে বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

সিরাজগঞ্জ সংবাদদাতা: ২০০২ সালের ২৫ মে বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস হত্যা মামলায় (জিআর ৩৩৬/০২) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা আসামীদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আলম (২) ও আসামী পক্ষের আইনজীবী এডভোকেট রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আসামীদের মধ্যে রয়েছেন: বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল, যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, বিএনপি নেতা আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, কেরামত আলী, বেলকুচি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ মোট ৩১ জনের নামে চার্জ গঠন করা হয়। মামলার নথি সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৫ মে বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। তৎকালীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে যাচ্ছিলেন। তার গাড়িবহরটি সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিত সড়কের মুকুন্দগাতী এলাকায় পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস নিহত হয়। এ ঘটনায় বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ