শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

৩০ মার্চ কুমিল্লা সিটি ও সুনামগঞ্জে ভোট

স্টাফ রিপোর্টার: আটকে থাকা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। একইদিন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ ২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মৃত্যুর পর থেকে ওই আসন শূন্য রয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশনে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
সিইসি আরও জানান, কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রত্যাহারের শেষদিন ১৪ মার্চ। সুনামগঞ্জ ২ আসনের উপ-নির্বাচনেও ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত। সীমানা সম্প্রসারণ নিয়ে আইনি জটিলতার কারণে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন আটকেছিল।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। তবে আইনি জটিলতা থাকায় সে নির্বাচন করতে পারেনি রকিব কমিশন। ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্দলীয় প্রতীকের ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হন।

অনলাইন আপডেট

আর্কাইভ