বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রায়পুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট আহত ৭

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সিরাজ সর্দার নামে এক দরিদ্র কৃষকের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্রসহ বসত ঘর লুট্ করার ্অভিযোগ পাওয়া গেছে একই এলাকার প্রভাবশালী মাওলানা মফিজুর রহমানসহ তার ছেলেদের বিরুদ্ধে। এ সময়ে বাধা দেওয়ায় সিরাজের পরিবারের নারীসহ ৭ জনকে পিটিয়ে মারাত্মক আহত হয়।  শনিবার দুপুরে উপজেলার ৯নং দক্ষিন চরআবাবিল ইউনিয়নের মধ্য উদমারা গ্রামের সোবাহান আলী সর্দার বাড়িতে। আহতরা হলেন সিরাজ সর্দার, তার স্ত্রী বেগম, ছেলে মাঈন উদ্দিন, সুমন, মেয়ে পপি, রহিমা সহ ৭ জনকে পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে গুরুতর জখম ৪ জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ক্ষতিগ্রস্ত কৃষক সিরাজ মিয়া জানান, প্রায় ২৭ শতাংশ জমি নিয়ে তাদের সাথে একই এলাকার প্রভাবশালী মাওলানা মফিজুর রহমান সহ তার ছেলেদের সাথে বিরোধ ও পাল্টাপাল্টি মামলা চলছে আদালতে। শনিবার দুপুর ১২ টায় বিরোধকৃত জমি থেকে মফিজুর রহমানের অনুসারী আলাউদ্দিন সহ ১০/১৫ জন দেশীয় অস্ত্রসস্ত্র লোকজন নারিকেল পাড়েন। এ সময়ে সিরাজ মিয়া ও তার পরিবার বাধা দিলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে, ঘর বাড়ি ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল ও বসতঘর লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত মাওলানা মফিজুর রহমান জানান, আমরা আমাদের জমি থেকে নারিকেল পাড়তে গেলে সিরাজ সর্দার ও তার পরিবার বাধা দেয় । এসময় উভয়ের মধ্যে কথা কাটাকটি হয়। 
রায়পুর হায়দরগঞ্জ ফাঁড়ি থানার উপপরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,  মারামারি ও লুটপাটের সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ