শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গঙ্গা ব্যারেজ নির্মাণে জোরালো উদ্যোগ নেয়ার দাবি সংসদে

সংসদ রিপোর্টার: গঙ্গা ব্যারেজ নির্মাণ করতে জোরালো উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।
আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যে ভারতে দু’বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে কিন্তু তিস্তা ব্যারেজের পানি এখনও আমরা পাইনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে তিনি বলেন, এর মধ্যে সরকার গঙ্গা ব্যারেজের উদ্যোগ নিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারও সহযোগিতা করতে চায় বলে আমরা জানি। আপত্তি জানাচ্ছেন মমতা ব্যানার্জি। গঙ্গা ব্যারেজের মতো, তিস্তা ব্যারেজেও তার আপত্তি- পত্রিকায় দেখলাম।
আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত ভারসাম্যপূর্ণ। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। এর আগে গঙ্গা পানি চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। তাই গঙ্গা ব্যারেজ নির্মাণে জোরালো উদ্যোগ নেয়ার এখনই সময়, যোগ করেন আবুল কালাম আজাদ।

অনলাইন আপডেট

আর্কাইভ