শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ড্র’ করতেই এমন ব্যাটিং করেছেন রাব্বি

স্পোর্টস রিপোর্টার: হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের জন্য ৪৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ২২৫ রানে ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেটে ব্যাটিংয়ে আসেন কামরুল ইসলাম রাব্বি। দারুণ টেস্ট মেজাজে এই টেলএন্ডার খেলেছেন দ্বিতীয় ইনিংসের একেবারে শেষ পর্যন্ত। না কোনো বড় শট না কোনো ভুল শট। এভাবে ৭০টি বল মোকাবিলা করে অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৩ রানে। কিন্তু রাব্বি যখন ব্যাটিংয়ে এসেছেন তখন টাইগারদের জয়ের সম্ভাবনা আক্ষরিক অর্থেই শেষ হয়ে গিয়েছে। ড্র’র আশাও তখন ক্ষীণ। কেননা একেতো ম্যাচের পঞ্চম দিনের খেলা চলছিল তার ওপর আবার দ্বিতীয় সেশনের শেষদিক। ঠিক ওই মুহূর্তে জয়ের জন্য মুশফিকদের প্রয়োজন আরও ২৩৩ রান। একেতো টেস্টে অনভ্যস্ত বাংলাদেশ তার উপরে আবার নেই কোন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তারপরেও রাব্বির এমন ধীরলয়ে ব্যাটিং সফরকারী দলটিকে অনেকক্ষণ ম্যাচে রেখেছে। ভারতের বিপক্ষে ম্যাচটি ড্র করতেই নাকি একেবারে খাঁটি টেস্ট মেজাজে রাব্বি ব্যাটিং করেছেন, ‘আমার মনে যেটা ওই মুহূর্তে কাজ করছিল সেটা হলো- তাসকিন ও তাইজুল ভালো ব্যাটিং করে। যদি শেষ পর্যন্ত সব উইকেট পড়েও যায় তাহলে তাসকিনকে নিয়ে একঘণ্টা খেলা সম্ভব। আমার কথা হলো আমি তখন ৫টা ছয়ও মারতাম তাহলেও জেতার সম্ভাবনা একেবারেই ছিল না। আবার আউট হয়ে গেলে তখনই খেলা শেষ হয়ে যায়। আমার পরিকল্পনা ছিল সময় নষ্ট করা। কারণ আমি জানতাম আমরা জিততে পারবো না। পরিকল্পনা ছিল ম্যাচটা শেষ করা।’ গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চত্বরে গণমাধ্যমকে নিজের ব্যাটিং নিয়ে এমন কথা জানিয়েছেন বাংলাদেশী পেসার। ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে কামরুল ইসলাম রাব্বিকে একেবারে শেষে ব্যাটিং করতে দেখা গেলেও দ্বিতীয় ইনিংসে তাকে দেখা গেছে আট নাম্বারে ব্যাটিং করতে। মানে তার ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা আছে। বিষয়টি নিয়ে একমত পোষণ করলেন খোদ রাব্বি নিজেই। আমি প্রথম ইনিংসে নেমেছি ১১ নম্বরে, পরের ইনিংসে ৯ নম্বরে। এটা এই প্রমাণ করে যে আমি ভালো করছি।

অনলাইন আপডেট

আর্কাইভ