শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গায় বিজিবি’র অভিযানে ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা মোটরসাইকেলসহ ২ জন আটক

চুয়াডাঙ্গা সংবাদদাত : চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জওয়ানরা ভারত সীমান্তবর্তী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, মদ, গাঁজা, মোটর সাইকেল সহ ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রেস ব্রিফিংয়ে পরিচালক আমির মজিদ  রোববার দুপুরে জানান, রাববার রাত ২টার সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাড়াদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হৈবতপুর গ্রাম থেকে ১২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হন।
একই রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আমান উল্লাহ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের ডিসি ইকো পার্ক আমবাগান হতে ৭’শ ৯৮ টি ইয়াবা ট্যাবলেট এবং ৪ বোতল মদ আটক করতে সক্ষম হন।
ভোর ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া মাঠ থেকে ৫০ বোতল মদ আটক করতে সক্ষম হন।
আগের দিন সকাল ৬টার সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঁঝাঁ বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে মেহেরপুর জেলার সদর উপজেলার হরিরামপুর গ্রামের বাশঝাড়ের নিকট থেকে ২ জন চোরাচালানি কে আটক করে। এরা হচ্ছে মেহেরপুর জেলার সদর উপজেলার হরিরামপুর গ্রামের গাজী আফতাব আলীর ছেলে মোঃ রফিক (৪০) ও একই উপজেলার মুখার্জীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ মাসুদ রানা (৪০)। এদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত মালামালসহ আসামীদেরকে মামলা দায়ের পূর্ব্বক মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ