শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

যে কারণে বাংলাদেশকে ফলোঅন করালো না ভারত

স্পোর্টস রিপোর্টার : ভারত প্রথম ইনিংসে ৬৮৭ রানের বিশাল স্কোর গড়ার পর ধারণা ছিল বাংলাদেশ দ্রুত অলআউট হয়ে যাবে। অবশ্য বাংলাদেশকে ২৯৯ রান দূরে রেখে অলআউট করে দেয়ার পরও ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বিরাট কোহলি। এর কারণ হলো হায়দরাবাদের এ পিচটি ব্যাটিং সহায়ক। বাংলাদেশ যদিও ২৯৯ রানে পিছিয়ে ভারতের প্রথম ইনিংস থেকে, তবু আবারও যদি বাংলাদেশকে ফলোঅন করিয়ে ব্যাটিংয়ে পাঠানো হয় তাতে ম্যাচের ফলাফল হাতছাড়া হয়ে যেতে পারে। বিশেষ করে অধিনায়ক মুশফিক যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তাতে অন্য ব্যাটসম্যানরা যদি ধরে খেলেন তাহলে ম্যাচের ফলাফল নিশ্চিত ড্রয়ের দিকে চলে যাবে। তাই প্রথম ইনিংসে ২৯৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত চা বিরতি পযন্ত চা  উইকেটে ১৬৯ রান তুলে ৪৫৯ রান এগিয়ে ইনিংস ঘোষণা দেয়। কোনো দলের জন্য দ্বিতীয় ইনিংসে একদিনে ৯০ ব্যাট করা করা বড়ই কঠিন। সেক্ষেত্রে ভালো বোলিং করে সবগুলো উইকেট তুলে নেয়া সম্ভব। এসব ভেবেই হয়তো জয়ের জন্য বাংলাদেশকে ফলোঅন না করিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামে বিরাটরা। এছাড়া দ্রুত কিছু রান তুলে পিচের কন্ডিশন কিছুটা হলেও স্পিন উপযোগী হওয়ার পথে নিয়েছেন। এছাড়া বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করেছে ১২৮ ওভার। ফলে বোলারদের বিশ্রামের ও প্রয়োজন আছে। এসব বিবেচনায় নিয়েই ভারতীয় অধিনায়ক গতকাল এক সেশন ব্যাট করে, আবারো বাংলাদেশকে ব্যাটিংয়ে ফিরিয়ে এনেছেন।  তবে সব কিছু হিসেব করে বলের মান অনুয়ায়ী খেলতে পারলে বাংলাদেশের পক্ষে ম্যাচ ড্র করা সম্ভব। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের স্থির হয়ে ব্যাট করতে হবে।  মুশফিক ও মিরাজকে দেখে শিক্ষা নিয়ে যদি বাকিরা সেপথে চলতে পারে তাহলে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ড্র করা বাংলাদেশের পক্ষে অসম্ভব নয়।

অনলাইন আপডেট

আর্কাইভ