শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লালমনিরহাটে দিনদুপুরে মোটরসাইকেল চুরি

লালমনিরহাট সংবাদদাতা : গতকাল শুক্রবার দিন দুপুরে শহরের ভকেশনাল মোড় সংলগ্ন বায়তুল ফালাহ্ জামে মসজিদের সামন থেকে ১জন মুসল্লির ব্যবহৃত হিরো ইস্পপ্লেন্ডার লাল রং এর, যার রেজি নং ঢাকা মেট্রো- হ-৪৩-১০৫০ চুরি হয়ে গেছে। মোটরসাইকেলের মালিক মোঃ নাছির উদ্দিন জানান ওই মোটরসাইকেল মসজিদের সামনে তালা দিয়ে রেখে জুম্মার নামায পড়ছিলেন। নামায শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজা খুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি। তবে মুসল্লিদের ধারনা মোটরসাইকেলটি চোরেরাই নিয়ে গেছে। নাছির উদ্দিন মেডিসিন কোম্পানির লালমনিরহাট প্রতিনিধি হিসাবে চাকুরী করছেন। এমন ঘটনায় সে কিংকর্তব্য বিমুর হয়ে পড়েছে। লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার এএসআই মঈনুলের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
৩ দিনেও মেলেনি খোঁজ
লালমনিরহাট মিলিটারি ফার্মের সিভিল গাড়ি চালক হিসেবে কর্মরত শাহজাহান খানের খোঁজ গত ৩ দিনেও মেলেনি। এ ব্যাপারে নিখোঁজ ব্যক্তির বড় ভাই মজিবর রহমান বাদী লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে নিখোঁজ শাহজাহান খান জেলার হাড়ীভাঙ্গা এয়ারপোর্ট এলাকার পিএসআই মার্কেটে ২জন ব্যক্তির সঙ্গে চা পান করে। পরে সেখান থেকে তারা অটো রিক্সাযোগে লালমনিরহাট শহরের দিকে চলে যায়। এদিকে ঘটনার ৩ দিন হয়ে গেলেও নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান মেলেনি। নিখোঁজের বড় ভাই মজিবর রহমান জানান, একটি অপরিচিত নম্বর থেকে আমার পিতার মোবাইলে জানায় আপনার ছেলেকে বাঁচানোর জন্য মোটা অংকের টাকা দিতে হবে।  ছেলের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন উদ্দেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। শাহজাহান লালমনিরহাট জেলা সদরের হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ী গ্রামের জমির উদ্দিনের ছেলে। এ ব্যাপারে বিষয়টি তদন্তের জন্য বৃহস্পতিবার লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ