শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বগুড়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত

বগুড়া অফিস: বগুড়া সরকারি আজিজুল হক কলেজে একুশে বইমেলায় মেয়েদেরকে উত্যক্ত করা নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছে। এ সময় দু’টি মোটরসাইকেল এবং দু’টি ছাত্রাবাসে অগ্নিংসংযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি আজিজুল হক কলেজ চত্বরে একুশে বইমেলায় আগত মেয়েদেরকে উত্যক্ত করে ছাত্রলীগের কতিপয় কর্মী। ঘটনাটি জানাজানি হলে সন্ধ্যার পর ছাত্রলীগ কর্মী ও একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আরিফ হোসেন ও সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র মনির হোসেনকে মারপিট করে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেনের সমর্থকরা। বিষয়টি কলেজ ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রউফের কর্মী-সমর্থকরা জানতে পেরে রাত ৯টার দিকে জহুরুল নগর এলাকায় সাবেক সাধারণ সম্পাদক আসলাম আলীকে ধাওয়া করে। এ সময় তিনি মোটরসাইকেল রেখে পালিয়ে গেলে ছাত্রলীগ কর্মীরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে আসলাম ও রউফ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে জহুরুল নগর এলাকায় ২০-২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় মাসুম ম্যানশন ও জাহানারা ম্যানশন নামের দু’টি ছাত্রাবাস এবং আরো একটি মোটরসাইকেলে আগুন দেয় ছাত্রলীগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ছাত্রাবাসের আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে সজিব, সাব্বির হোসেন, মনির হোসেন ও আরিফ হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর জহুরুল নগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ