বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

তালেবানকে প্রকাশ্যে বৈধতা দিতে চায় রাশিয়া -মার্কিন জেনারেল

১০ ফেব্রুয়ারি, পার্স টুডে : আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার অভিযোগ করেছেন, রাশিয়া ‘প্রকাশ্যে তালেবানকে বৈধতা দিয়ে’ আফগানিস্তানে মার্কিন ভূমিকাকে অস্বীকার করার চেষ্টা করছে। জেনারেল জন নিকোলসন গত বৃহস্পতিবার মার্কিন সিনেটের আর্মড সার্ভিস কমিটিতে দেয়া এক বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি বলেন, আফগানিস্তানে রাশিয়ার নাক গলানোর বিষয়টি চলতি বছর আমেরিকার জন্য আরো বেশি কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে।
এই মার্কিন জেনারেল বলেন, রুশ সরকার সম্প্রতি আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে  আলোচনার জন্য তালেবানকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সেখানে আফগান সরকারের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি।  এ থেকে বোঝা যায়, মস্কো তালেবানকে আফগানিস্তানের একমাত্র বৈধ প্রতিনিধি বলে মনে করছে।
জেনারেল নিকোলসন আফগান সেনাবাহিনীকে ‘যথাযথ প্রশিক্ষণ’ দেয়ার জন্য আফগানিস্তানে আরো কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের জন্য সিনেট কমিটির কাছে দাবি জানান।
আমেরিকার পক্ষ থেকে এর আগে এ ধরনের অভিযোগের জবাব দিয়েছে রাশিয়া। মস্কো তালেবানকে কোনো ধরনের সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এই জঙ্গি গোষ্ঠীকে আলোচনার টেবিলে আনার জন্য এটির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছে রাশিয়া।

অনলাইন আপডেট

আর্কাইভ