ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

দেশে ‘সিনিয়র সিটিজেন’ এক কোটি ৩০ লাখ

সংসদ রিপোর্টার : বর্তমানে দেশে এক কোটি ৩০ লাখ ‘সিনিয়র সিটিজেন’ ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, জাতীয় প্রবীণ নীতিমালার আলোকে রাষ্ট্রপতি এডভোকেট মো. আব্দুল হামিদ ২০১৪ সালের ২৭ নভেম্বরে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ‘সিনিয়র সিটিজেন’ ঘোষণা করেন।

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে আজ বৃহস্পতিবার রহিম উল্লাহর (ফেনী-৩) এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকেল ৪টা ৫০ মিনিটে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। 

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার যথেষ্ঠ প্রবীণ-বান্ধব। প্রবীণ দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ১৯৯৭-৯৮ অর্থবছরে রাজস্বখাত হতে মাত্র ১২ কোটি ৫০ লাখ টাকা দিয়ে প্রবর্তন করা হয় বয়ষ্ক ভাতা কর্মসূচি। বর্তমানে বয়ষ্কভাতা কর্মসূচির আকার এক হাজার ৮৯০ কোটি টাকা এসে পৌঁছেছে। প্রতিমাসে ৫শ’ টাকা হারে ৩১ লাখ ৫০ হাজার প্রবীণ বয়ষ্ক ভাতার সুবিধা পাচ্ছেন।

এম, আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) আরেক প্রশ্নের জবাবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ঢাকাসহ দেশের সকল শহর সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে শুরু থেকে এ পর্যন্ত ক্ষুদ্র ঋণের মাধ্যমে এক লাখ ১৫ হাজার ৬শ’ জন এবং প্রশিক্ষণের মাধ্যমে ২ লাখ শিশু, কিশোর ও কিশোরী উপকৃত হয়েছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ