শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

হায়দরাবাদে অনুশীলন করেছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার : ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে বৃহস্পতিবার রাতেই হায়দরাবাদ পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে বহনকারী বিমান অবতরণ করে। এরপর আনুষ্ঠানিকতা সেরে সেখান থেকে রাত ৯টার দিকে তারা হোটেলে পৌঁছায়। দলের সবাই সুস্থ আছে। গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে মুশফিকরা। আজও অনুশীলন করবে টাইগাররা। এরপর কাল ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের জিমখানা মাঠে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আঙ্গুলে চোট পাওয়া মুশফিকুর রহিম দ্রুত সেরে উঠছেন। গতকাল তিনি হায়দরাবাদে অনুশীলনও করেছেন। ৫ ও ৬ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম বাংলাদেশ দলকে ভারতে খেলতে আমন্ত্রণ জানিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। ১৭ বছর পর ভারতের মাটিতে খেলতে যাওয়ায় এই টেস্টটি বিশেষ মর্যদা পাচ্ছে।একমাত্র টেস্টকে ঘিরে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনও নানা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ভারতে পৌছে মুশফিক জানান, ভারতের বিপক্ষে সহজেই হার মানবেন না বাংলাদেশ। কলকাতায় ভারতের একটি অনলাইন নিউজপেপার বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের একটি সাক্ষাতকার নিয়েছে। সেখানে মুশফিক বলেন, ‘গ্যারান্টি দিচ্ছি আমরা সহজে আত্মসমর্পণ করবো না।’ বাংলাদেশের অধিনায়ক মুশফিক কেন সবাই টেস্ট ম্যাচটাকে ‘ঐতিহাসিক’ বলছে তা ভেবে বিস্ময় প্রকাশ করেছিলেন। কিন্তু এই সংবাদপত্রটি মুশফিককে কোট করেছে এভাবে, ‘আমাদের জন্য এটা অবশ্যই একটা ঐতিহাসিক ম্যাচ। ভারতে আমরা আমাদের প্রথম টেস্ট খেলতে যাচ্ছি। লম্বা দৈর্ঘ্যরে ক্রিকেটে যে আমরা ভালো দল সেটা আমাদের প্রমাণ করতে হবে।’ খুব স্বাভাবিক ভাবে শক্তিশালী ভারত দলের প্রসঙ্গে আসে। যেটি গেল কিছুদিনের মধ্যে ইংল্যান্ডকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজে হারিয়েছে। দেশের মাটিতে টেস্টে দারুণ সাফল্য কোহলির দলের। টানা ৫টি সিরিজ জিতেছে। কোনো দল তাদের সামনে দাঁড়াতে পারে না। মুশফিক তাই সতর্ক হয়েই বলেন, ‘এখন সব সংস্করণের ক্রিকেটে বিরাট কোহলির নেতৃত্বে ভারত খুব ভালো খেলছে। আমাদের জন্য এটা অবশ্যই কঠিন একটা সিরিজ হবে। কোহলি ছাড়াও ভারতের গোটা ব্যাটিং লাইন আপই খুব শক্ত। তাদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে আমাদের খুব ভালো বল করতে হবে।’
বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, শুভাশীষ রায়।

অনলাইন আপডেট

আর্কাইভ