ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

জামালপুরে মানবসেতু দিয়ে হেঁটে যাওয়া জমিদাতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: জামালপুরে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মানবসেতু বানিয়ে স্কুল শিক্ষার্থীদের কাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় জমিদাতা দিলদার হোসেন প্রিন্সসহ ৪ জনকে আসামী করে মামলা হয়েছে। খবর চ্যানেল আই'র।

বৃহস্পতিবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জমিদাতা দিলদার হোসেন প্রিন্স, প্রধান শিক্ষক আসালত জামান, শরীরচর্চার শিক্ষক হাফিজুর রহমান ও অজ্ঞাত পরিচয় একজন।

ঘটনায় জেলা প্রশাসক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

গত ২৮ জানুয়ারি মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের দিয়ে মানবসেতু তৈরি করা হয়। এ শিক্ষার্থীদের কাঁধের উপর দিয়ে হেঁটে পার হন বিদ্যালয়ের জমিদাতা শাহাদাৎ হোসেন প্রিন্স। এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনলাইন আপডেট

আর্কাইভ