শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল-এর নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল-এর নবীন বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার নরসিংদীর ঘোড়াশালে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল, ক্লাস উপস্থিতি ও অন্যান্য বিষয় বিবেচনা করে ২০১৬ সালের শ্রেষ্ঠ তিন কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।  এছাড়া, ২০১৬ সালে ক্লাসে শতভাগ উপস্থিতি থাকায় ২৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ শিক্ষার্থী ও মেধাক্রম অনুযায়ী প্রতিটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ২১ জনকেও পুরস্কার দেয়া হয়। আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর সিনিয়র জেনারেল ম্যানেজার শামসুল আলম এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর জেনারেল ম্যানেজার মোস্তাক চৌধুরী, ঘোড়াশাল প্রাণ ফ্যাক্টরির ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার দেব, প্রাণ-আরএফএল গ্রুপের শিক্ষা কর্মসূচির প্রধান ফারুক হোসেন ও স্কুলের অধ্যক্ষ মাসুকুর রহমানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা। আলোচনা শেষে শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ