বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মেলান্দহে বিদ্যুৎ সংযোগের কাজ বন্ধের প্রতিবাদে ক্ষেতে কৃষকদের মানব বন্ধন

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ এবং ৫নং চরের নতুন পাড়া গ্রামের কৃষকদের সেচের পিডিবর নতুন বিদ্যুৎ লাইনের জন্য সিবিএ নেতারদের ঘুষ না দেয়ায় সম্প্রসারণ কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে।  এদিকে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ কাজ বন্ধের প্রতিবাদে রোববার দুপুরে মেলান্দহের নতুন পাড়া গ্রামের ধান খেত মাঠে মনববন্ধন করেছে শতাধিক কৃষক। পরে পুরাতন পাড়া বাজার পর্যন্ত বিক্ষোভ  মিছিল করে তারা । কৃষকরা অভিযোগ করেন, ২০১৪ সালে পিডিবির বিদ্যুৎ লাইনের জন্য আবেদন করেন তারা। এ বছরের ১২ জানুয়ারী ওই গ্রামের বিদ্যুৎ লাইনের সম্প্রসারণ কাজের অনুমোদন পায়। এর পর ১৮ জানুয়ারী পিডিবির লোকজন ওই গ্রামের বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ শুরু করে। ২২ জানুয়ারী খুঁটির কাজ চলার সময় জামালপুরের বিদ্যুৎ শ্রমিক লীগের ( সিবিএ) কয়েকজন ওই গ্রামে যান। এসময় তারা লাইন সম্প্রসারণ কাজের জন্য কৃষকরে কাছে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্ত কৃষকরা টাকা দিতে না পারায় ওই সিবিএ নেতারা প্রভাব খাটিয়ে সম্প্রসারণ কাজ বন্ধ করে দেন। এতে চলতি বোরো মৌসুমে কৃষকদের জমি অনাবাদি থাকার আশংপ্রকা দেখা দিয়েছে। জামালপুর বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক সাদা মিয়া বলেন, আমি তাদের কাছে কোনো প্রকার টাকা চাইনি ও কোনো কাজ বন্ধ Íতেও বলিনি। তবে আমি নতুন সংযোগ সম্প্রসালন লাইনগুলো দেখতে গিয়েছিলাম। জামালপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল বলেন, সব নিয়ম মেনে ওই গ্রামে বিদুৎ লাইনের সম্পসারণ কাজ শুরু করা হয়েছে। শ্রমিক লীগ নেতাদের চাপের মুখে নতুন সংযোগ সম্প্রসারণ কাজ বন্ধ রাখতে হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ