মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

হাজার হাজার কুরআনপ্রেমীর উপস্থিতিতে খুলনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সম্পন্ন

খুলনা অফিস : হাজার হাজার কুরআন প্রেমিক মানুষের পদচারণায় মুখরিত হয়েছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খুলনা আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ। পর্দার আড়ালে ছিলেন মা-বোনেরাও। একে একে বিশ্বের বিভিন্ন দেশের শ্রেষ্ঠ ক্বারীদের মুখে পবিত্র কুরআন তিলাওয়াত শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিল পুরো এলাকা। তেলাওয়াতের মাঝে-মাঝে আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল আলিয়া মাদরাসা ময়দান। 

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা-ইক্বরা’র আয়োজনে এবং খুলনা আলিয়া কামিল মাদরাসার ব্যবস্থাপনায় শনিবার বিকেল থেকেই শুরু হয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। স্থানীয় ক্বারীদের তেলাওয়াতের মধ্যদিয়ে সম্মেলনের শুরু হলেও এশার নামাজের পর হাফেজ ছাত্রদের দেস্তারবন্দি করা হয়। এরপর কিছু সময় আবারও স্থানীয় ক্বারীদের তিলাওয়াতের পর একে একে মঞ্চে আসতে থাকেন বিদেশী ক্বারীরা। প্রথমেই মালয়েশিয়ান ক্বারী আনোয়ার হাসিন তিলাওয়াত করেন। পরে পর্যায়ক্রমে তিলাওয়াত করেন, ভারতের ক্বারী তৈয়্যব জামাল, মরক্কোর ক্বারী ড. আব্দুল ফাত্তাহ আল ফুরাইসী, মিসরের ক্বারী শাইখ মুহাম্মাদ আল-মুরীজ্বী, ক্বারী শাইখ মুহাম্মাদ আল হুসাঈনী  ও ক্বারী শাইখ মুহাম্মদ আহমাদ বাসইউলি, বাংলাদেশের ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আজহারী, ইরানের ক্বারী আহমাদ জাফার ফারদী এবং ব্রুনাইয়ের ক্বারী আওয়াং হাজ্জ মেতুস্সীন। কুরআন তিলাওয়াত চলাকালে সেখানে উপস্থিত হন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও আলিয়া মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান। এর আগে ক্বিরাত সম্মেলনে যোগ দেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। খুলনা আলিয়া কামিলম মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে মাদরাসা পরিষদের সদস্য আজমল আহমেদ তপন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মফিদুল ইসলাম টুটুল, খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সম্পাদক মাওলানা নাসির উদ্দিন কাসেমীসহ খুলনাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ওলামায়ে কেরাম এবং বরেণ্য ব্যক্তিবর্গ। পুরো ক্বিরাত সম্মেলনটি খুলনা ভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া মাদরাসার মসজিদ চত্বরেও বড় পর্দায় কুরআন তেলাওয়াত সম্প্রচার করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ