শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখুন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু তাহের খান বলেছেন, সারাদেশের শ্রমিক মেহনতি মানুষ অসহায় জীবন যাপন করছে। বেতন বৈষম্যের কারণে শ্রমিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। ভাত, কাপড়,শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক অধিকার চাহিদাটুকুও তাদের জুটছে না। বর্তমান সরকার শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলে ক্ষমতায় আসলেও তাদের অধিকার সংরক্ষণে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। গার্মেণ্টস শিল্পসহ দেশের শিল্প সেক্টর সমূহে চরম অরাজকতা বিরাজ করছে। একদিকে শ্রমিক অসন্তষ অন্য দিকে রাজনৈতিক অস্থিরতা সমগ্র দেশবাসী হতাশায় নিমজ্জিত। দেশের শান্তি, শৃংখলা ও অস্থিরতা দুরি করণে প্রদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর কার্যকরী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা: আবদুল ওয়াছি, কাজী জাহাঙ্গীর হোসাইন, এফ এম আবদুর রব, সেক্রেটারি এস এম লুৎফর রহমান প্রমুখ।
সভাপতি আরো বলেন, গণতন্ত্র ছাড়া একটি দেশ চলতে পারে না। তাই অবিলম্বে দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ