শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

১৫ শতাংশ হার বহাল রেখেই ভ্যাট আইন বাস্তবায়ন হচ্ছে -অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার : ভ্যাট (মূল্য সংযোজন কর) আইনের বাস্তবায়ন নিয়ে জটিলতা কমছে না। ব্যবসায়ীরা প্রথমে প্যাকেজ ভ্যাট, পরে ১৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ হারে ভ্যাট রাখার দাবি জানালেও সে ব্যাপারে নমনীয় নয় সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবারও বললেন, ১৫ শতাংশ হার বহাল রেখেই ভ্যাট আইন বাস্তবায়ন হচ্ছে। আগামী বাজেটের আগেই এটি কার্যকর করা হবে। রাজস্ব বোর্ড (এনবিআর) এটা নিয়ে নিয়মিত কাজ করছে, আমিও ব্যবসায়ীদের নিয়ে আরেকবার বসবো।

অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভ্যাট ৭ শতাংশ করার দাবি জানিয়েছেন, আমি ১৫ শতাংশ করার পক্ষে এখনো আছি। আশা করি ব্যবসায়ীরা এটা মেনে নেবে। আগে তারা অভ্যস্ত হোক, পরে ভিন্ন ভিন্ন হারে ভ্যাট নির্ধারণ করা হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে ব্যবসায়ীদের নানা হুমকির মুখেও একাধিক বার ভ্যাট ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী।

সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলেছে, বছর শেষে রাজস্ব ঘাটতি হবে ৪০ হাজার কোটি টাকা। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমাদের ৮ বছরে কথনো এমনটা হয়নি। এবারো হবে না, সিপিডি কি তথ্যে এটা বলেছে, আমি জানি না।

অনলাইন আপডেট

আর্কাইভ