মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪
Online Edition

ছোট ছেলে কোকোর কবরের পাশে অশ্রুসিক্ত খালেদা জিয়া

মরহুম আরাফত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বনানী কবরস্থানে মরহুম পুত্রের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া -সংগ্রাম

স্টাফ রিপোর্টার: ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে ছেলের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি। তখন কিছুটা সময় খালেদা জিয়াকে অশ্রুসিক্ত হয়ে ছেলের কবরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, এমরান সালেহ প্রিন্স, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাফেজ আব্দুল মালেক, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সুলতানা আহমেদ, রাজীব আহসান, আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল সকালে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং দুপুরে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দু’জনেই কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। পরে ২৮ জানুয়ারি কোকোর লাশ বাংলাদেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। ১/১১ এর জরুরী অবস্থার সময় গ্রেফতার হওয়া আরাফাত রহমান কোকো ২০০৮ সালের ১৭ জুলাই তৎকালীন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। পরে সেখান থেকে মালয়েশিয়ায় স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান কে নিয়ে বসবাস করতে শুরু করেন তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ