শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শাহজালালে যাত্রীর ব্যাগ থেকে ৩২৫ হ্যান্ডসেট জব্দ

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩২৫ পিস হ্যান্ডসেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল রোববার সকালে চীন থেকে আসা যাত্রী মোহাম্মাদ মাজহারুল ইসলাম রোমানের কাছ থেকে এগুলো জব্দ করা হয়। ওই যাত্রী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (সিজেড-৩৯১) ঢাকায় আসেন।
জব্দকৃত ফোনের মধ্যে রয়েছে আসুস ব্র্যান্ডের ৩০টি, কার্বন ৮২টি, হুয়াওয়ে ১৬৩টি, ফ্যান্টম (রিভু) ১০টি, সনি এক্সপেরিয়া ৩০টি, আইফোন সিক্সপ্লাস ১০টি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ওই যাত্রী কাস্টমস হলের ২ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে কোনো ধরনের ঘোষণা ও শুল্ককর পরিশোধ ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করেন। পরে তাকে চ্যালেঞ্জ করে কাস্টমস হলে নিয়ে আসা হয়।
এ সময় তার লাগেজ কাউন্টারে এনে তল্লাশি করে মোবাইলগুলো পাওয়া যায়। আটক পণ্যের বাজার মূল্য প্রায় কোটি টাকা। এর আগে শনিবার পৃথক এক অভিযানে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দর থেকে ১৪ হাজার ৯০০ নকল মোবাইল হ্যান্ডসেট জব্দ করে। 

অনলাইন আপডেট

আর্কাইভ