শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

নিজেকে প্রমাণ করতে চান তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে নাম লেখাতে চলেছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। ক্রিকেটের লং ভার্সনেই অধিনায়কত্বের অভিষেক হতে চলেছে এই মারুকটে ব্যাটসম্যানের। একে তো টেস্ট তার ওপর আবার দলের দুঃসময়ে এসে হাল ধরতে হচ্ছে তামিমকে। তাই এক কঠিন চ্যালেঞ্জের সামনেই পড়তে যাচ্ছেন তামিম। নিউজিল্যান্ড সফরে টেস্ট ম্যাচের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম চোটে পড়ায় নেতৃত্বের ভার পড়েছে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা তামিমের উপর। আর এ ম্যাচ দিয়েই তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে। তবে ম্যাচটি একটু কঠিনই হবে তার জন্য। কারণ মুশফিকের পাশাপাশি তামিম দলে পাচ্ছেন না ইমরুল কায়েস এবং মুমিনুল হককেও। তবে তামিম নিজেই জানানিয়েছেন, তিনি কোন চাপ অনুভব করছেন না। আর অধিনায়কের দায়িত্বটি তিনি চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করছেন। আর তার পরিকল্পনা রয়েছে প্রতিপক্ষের সামনে তিনি আক্রমণাত্মক অধিনায়ক হিসেবেই দেখা দিবেন। তিনি বলেন, ‘আমার জন্য এটা একটা সুযোগ আমার নেতৃত্ব কেমন তা প্রমাণ করার। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব আমার জন্য নতুন, ঘরোয়া ক্রিকেটে যদিও অনেক দিন করেছি। আমার জন্যও এটা শেখার সুযোগ। আমার মানসিকতা আক্রমণাত্মক। ব্যাটিং ওভাবেই করতে পছন্দ করি। অধিনায়ক হিসেবেও যতটা সম্ভব ইতিবাচক থাকতে চাই। 

ক্রাইস্টচার্চে শেষ টেস্টে শুক্রবার (২০ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় কেন উইলিয়ামসনের সঙ্গে টস করতে নামবেন তামিম। আর বাংলাদেশের নবম টস্ট অধিনায়ক হিসেবে তালিকায় নাম উঠে যাবে এই ওপেনারের। ওয়েলিংটন টেস্টে মুশফিক মাঠে না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দল চালিয়েছিলেন। কিন্তু এবার গোটা ম্যাচই দায়িত্ব পালন করতে হবে তাকে।

অনলাইন আপডেট

আর্কাইভ