বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

সিপিইসি সমুদ্র পথের নিরাপত্তায় পাকিস্তানে পৌঁছাল চীনা ২ রণতরী

১৫ জানুয়ারি, পার্স টুডে : চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের আওতাধীন সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের কাছে দুটি রণতরী দিয়েছে চীন। গোয়াদার বন্দরে এ দুই রণতরী হস্তান্তর করা হয়।
সম্প্রতি চীনে তৈরি এ দুটিজাহাজে অত্যাধুনিক কামান রয়েছে এবং রণতরী দুটি পাকিস্তান নৌবাহিনী ব্যবহার করবে। জাহাজযোগে আসাচীনা কর্মকর্তারা এক অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের কর্মকর্তাদের কাছে রণতরী দু’টিহস্তান্তর করেন। পাক নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল আরিফুল্লাহ হোসেইনি রণতরী দু’টি গ্রহণ করেন। স্থানীয় দুই নদী হিগগোল এবং বাসোলের নামে এ দুই জাহাজের নাম রাখা হয়েছে। এছাড়া, সিপিইসি প্রকল্পের নিরাপত্তা রক্ষার জন্য চীন সরকার আরো দু’টি রণতরী দেবে এবং সেগুলোর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।
সিপিইসি’র স্থল এবং সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে চীন। পাকিস্তান এরইমধ্যে নতুন গঠিত সেনা ডিভিশনের হাতে সিপিইসি’র নিরাপত্তা রক্ষার দায়িত্ব তুলে দেয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ