শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকলে মেধার বিকাশ হয় না

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দেলাওয়া হোসেন বলেছেন, বিতর্ক চর্চা যুক্তিবোধকে শাণিত করে। তিনি আরও বলেন, কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকলে মেধার বিকাশ হয় না।

শুক্রবার কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে আর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত পাঁচ দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ দেলাওয়া হোসেন এ অভিমত ব্যক্ত করেন। ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিতর্ক উৎসবের যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইএলএল বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা মরিয়ম, আইন বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা, জাতীয় বিতার্কিক ও প্রশিক্ষক আল মামুন রাসেল ও কামরুল ইসলাম শিশির। স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) এর অতিরিক্ত পরিচালক মোঃ মামুনুর রশিদ।  প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দেলাওয়া হোসেন বলেন, বিতর্ক জ্ঞান অন্বেষণে এবং কোন সমস্যার যৌক্তিক সমাধানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিতর্কের ক্ষেত্রে আক্রমণাত্মক মনোভাব একটি সুন্দর ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসার পথকে রুদ্ধ করে দেয়। এই নেতিবাচক দৃষ্টিভঙ্গী প্রজ্ঞা ও শিক্ষার প্রতিফলন ঘটায় না। ভাল বিতার্কিক ও বক্তা হওয়ার জন্য সাহস অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, জ্ঞান ও সাহসের সমন্বয়ে যে কোন চ্যালেঞ্জকে মোকাবেলা করা যায়। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ