ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

যশোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক: যশোরের সদরে বাসের সঙ্গে সংঘর্ষে দুই সহোদরসহ একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

রোববার সকালে যশোর-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের বদরুদ্দিন ঢালীর ছেলে লাভলু ঢালী (৩৫), তার ভাই জাকির ঢালী (২৫) এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ হোসেন (২৮)।

আহতরা হলেন চৌগাছার ফুলসারা এলাকার সোহেল (২৫),আশরাফুল (৩০), সাজেদুর (২৬), শওকত (২৬), আসাদ (৩৫) এবং চান্দা আফরা এলাকার উজ্জ্বল (৩০)। তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ইলিয়াস বলেন, সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশাটি চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লাভলু নিহত হন।   

“স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধারের পর ঢাকায় নেওয়ার পথে ফরিদ ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ