বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আইন পেশায় নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে -দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : আইন পেশায় সফলতায় নৈতিকতাকে বেশি গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল শনিবার কানাডিয়ান ইউনিভার্সিটির এক সেমিনারে তিনি এমন পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল মাহমুদ বলেন, ‘আইন পেশা একটি নৈতিক পেশা, আইন শিক্ষার্থীদেরকে নিজ থেকেই নৈতিকভাবে সচেতন হতে হবে। আইন পেশার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যথাযথ নৈতিকতা মেনে সামাজিক অভিজ্ঞতার আলোকে ভালো-মন্দের পার্থক্য উপলব্ধি করার ক্ষমতা অর্জন করা। ’
স্কুল অব ল’ এর উদ্যোগে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘ক্যারিয়ার ইন ল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত সেমিনারে সমাপনী বক্তব্য দেন। উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. উইলিয়াম এইচ. ড্যারেঞ্জার।
সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) এর চেয়ারম্যান শেখ কবির হোসেন। সেমিনারে মূল বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং সোশ্যাল ডায়ালগ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স (আইএলও) এর প্রোগ্রাম ডাইরেক্টর ড. উত্তম কুমার দাস।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল অব ল’ এর হেড ও অ্যাসোসিয়েট অধ্যাপক ড. সৈয়দ সরফরাজ হামিদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ড. জেমস গোমেজ ও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা এমএ আরাফাত প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ