শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সফরকারীদের জন্য ভারত কঠিন জায়গা -মরগান

ভারত সফরে টেস্ট সিরিজের পর ওযানডে সিরিজ নিয়ে চিন্তিত ইংল্যান্ডের সীমিত ওভারের দলপতি ইয়ন মরগান। ওয়ানডে সিরিজ শুরুর আগে ইংলিশ এই দলপতি জানান, ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ সকলের জন্যই বেশ কঠিন। তবে, এই সিরিজটি তাদের জন্য বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে বলেও জানান মরগান।
১৫ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওযানডে সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। তার আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে মরগান বাহিনী। এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্বে দেবেন সাবেক অধিনাযক মহেন্দ্র সিং ধোনি৷মুম্বাইযে অনুশীলন শেষে মরগান জানান, ‘আমি এই সিরিজটির জন্য অপেক্ষা করছি। ভারতের মাটিতে সিরিজ খেলা যেকোনো সফরকারী দলের জন্যই কঠিন। স্বাগতিক ভারতের বিপক্ষে খেলা আমাদের জন্য বিশেষ অভিজ্ঞতা হিসেবেই থাকবে। তারা সত্যিই অনেক শক্তিশালী একটি দল। আর নিজেদের মাটিতে তারা সফরকারীদের চেপে ধরতে পটু। এই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জ। ’ভারতের সীমিত ওভারের নতুন দলপতি বিরাট কোহলির দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলবে ইংলিশরা। এর আগে অ্যালিস্টার কুকের নেতৃত্বে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে (০-৪) হেরেছে সফরকারী ইংল্যান্ড। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ