শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফুলবাড়ী সীমান্তে গত এক বছরে বিজিবি অভিযানে ৬ কোটি ৬৬ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি গত ১ বছরে সীমান্তে বিভিন্ন এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ৬ কোটি ৬৬ লক্ষ ৪৯ হাজার ৫৭৬ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল আটক করেন।
গত জানুয়ারি ১৬ আন্তর্মূখী ৩৬ লক্ষ ২ হাজার ৬৬৫ টাকা, বহির্মূখী ৫৬ হাজার ৮৩০ টাকা, মোট ৩৬ লক্ষ ৫৯ হাজার ৪৯৫ টাকা, ধৃত আসামি ৩ জন, পলাতক ১৪ জন, মোট আসামি সংখ্যা ১৭, থানায় মামলা ৬, মোট মামলার সংখ্যা ১১৬। ফেব্রুয়ারি আন্তর্মূখী ২৮ লক্ষ ৩৮ হাজার ৫৯৫ টাকা, বহির্মূখী ২০ হাজার ২৬৫ টাকা, মোট ২৮ লক্ষ ৫৮ হাজার ৮৬০ টাকা, ধৃত আসামি ৫ জন, মোট আসামি সংখ্যা ৫, থানায় মামলা ৫, মোট মামলার সংখ্যা ৯৫।
মার্চ আন্তর্মূখী ৩৩ লক্ষ ২১ হাজার ৫৯০ টাকা, বহির্মূখী ২ লক্ষ ৪০ হাজার , মোট ৩৫ লক্ষ ৬১ হাজার ৫৯০ টাকা, ধৃত আসামি ৫ জন, পলাতক ৬ জন, মোট আসামি সংখ্যা ১১, থানায় মামলা ৮, মোট মামলার সংখ্যা ৮৯। এপ্রিল আন্তর্মূখী ২০ লক্ষ ৬৮ হাজার ১৭২ টাকা, বহির্মূখী ৩ লক্ষ ৭৭ হাজার ৯০৫ টাকা, মোট ২৪ লক্ষ ৪৬ হাজার ৭৭ টাকা, ধৃত আসামি ৩ জন, পলাতক ৬ জন, মোট আসামি সংখ্যা ৯, থানায় মামলা ৫, মোট মামলার সংখ্যা ৮১। মে আন্তর্মূখী ২৯ লক্ষ ৬৩ হাজার ৬০ টাকা, বহির্মূখী ২  লক্ষ ৬৪ হাজার ৮৪০ টাকা, মোট ৩২ লক্ষ ২৭ হাজার ৯০০ টাকা, ধৃত আসামি ৩ জন, পলাতক ৩ জন, মোট আসামি সংখ্যা ৬, থানায় মামলা ৩, মোট মামলার সংখ্যা ১০৮। জুন আন্তর্মূখী ২৮ লক্ষ ৪০ হাজার ৭৭৩ টাকা, বহির্মূখী ১২ হাজার ১৯০ টাকা, মোট ২৮ লক্ষ ৫২ হাজার ৯৬৩ টাকা,  পলাতক ৬ জন, মোট আসামি সংখ্যা ৬, থানায় মামলা ২, মোট মামলার সংখ্যা ১৪৬। জুলাই আন্তর্মূখী ১ কোটি ৪৪ লক্ষ ৯৩ হাজার ৩৩৯ টাকা, বহির্মূখী ৪ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা, মোট ১ কোটি ৪৯ লক্ষ ২৬ হাজার ৮৩৯ টাকা, পলাতক ৫ জন, মোট আসামি সংখ্যা ৫, থানায় মামলা ২, মোট মামলার সংখ্যা ১৩০। আগস্ট আন্তর্মূখী ৭৯ লক্ষ ৫৮ হাজার ৬১৩ টাকা, বহির্মূখী ৪ লক্ষ ৯৩ হাজার ৩৪০ টাকা, মোট ৮৪ লক্ষ ৫১ হাজার ৯৫৩ টাকা, ধৃত আসামি ৪ জন, মোট আসামি সংখ্যা ৪, থানায় মামলা ৩, মোট মামলার সংখ্যা ১৮৭। সেপ্টেম্বর আন্তর্মূখী ৫৪ লক্ষ ১১ হাজার ৫৮৬ টাকা, বহির্মূখী ৪  লক্ষ ৩২ হাজার ৯৮০ টাকা, মোট ৫৮ লক্ষ ৪৪ হাজার ৫৬৬ টাকা, ধৃত আসামি ১ জন, পলাতক ৭ জন, মোট আসামি সংখ্যা ৮, থানায় মামলা ৩, মোট মামলার সংখ্যা ১৬৪। অক্টোবর আন্তর্মূখী ৫৬ লক্ষ ৩০ হাজার ৬১০ টাকা, বহির্মূখী ৩ লক্ষ ৫০ হাজার টাকা, মোট ৫৯ লক্ষ ৮০ হাজার ৬১০ টাকা, ধৃত আসামি ৬ জন, পলাতক ৯ জন, মোট আসামি সংখ্যা ১৫, থানায় মামলা ৮, মোট মামলার সংখ্যা ১৬৩। নভেম্বর আন্তর্মূখী ৪৯ লক্ষ ৮১ হাজার ৪৯৬ টাকা, বহির্মূখী ১২ হাজার ৪৮০ টাকা, মোট ৪৯ লক্ষ ৯৩ হাজার ৯৭৬ টাকা, ধৃত আসামি ৬ জন, পলাতক ৩ জন, মোট আসামি সংখ্যা ৯, থানায় মামলা ৫, মোট মামলার সংখ্যা ২০৪। ডিসেম্বর আন্তর্মূখী ২ কোটি ১২ লক্ষ ৮৭ হাজার ৭৫৬ টাকা, বহির্মূখী ২ হাজার ৯২০ টাকা, মোট ২ কোটি ১২ লক্ষ ৯০ হাজার ৬৭৬ টাকা, ধৃত আসামি ৩ জন, মোট আসামি সংখ্যা ৩, থানায় মামলা ৩, মোট মামলার সংখ্যা ২০৫।
আন্তমুখী ৬ কোটি ৪৪ লক্ষ ৫৮ হাজার ১৪৬ টাকা, বহিমুখী ২১ লক্ষ ৯১ হাজার ৪৩০ টাকা, এ নিয়ে মোট ৬ কোটি ৬৬ লক্ষ ৪৯ হাজার ৫৭৬ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক করেন।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে কাপড়, কসমেটিকস্, গরু, ফেন্সিডিল, মসল্লা, ইয়াবা, প্যাথেড্রিন ট্যাবলেট, মদ, মোটরসাইকেল পার্টস, বাইসাইকেল ইত্যাদি।
এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলীর সাথে গতকাল  বুধবার এ বিষয়ে কথা বললে তিনি জানান, সীমান্ত এলাকায় গত ১ বছরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকার বিভিন্ন পণ্য আটক করা হয়। তার সাথে চোরাকারবারীদেরকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চোরাচালান বন্ধ কল্পে সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা দিনরাত কাজ করছে। ফলে সীমান্তে এখন মানুষ হত্যা, অবৈধ অনু:প্রবেশ, চোরাচালান শূন্যের কোঠায় এসেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ