শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হাতকড়াসহ ইয়াবা ব্যবসায়ী পলায়ন ॥ গ্রেফতার ৩

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে পৌরসদরে চারিআনাপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকলে সময় গোপন সূত্রে খবর পেয়ে মাধ্যমে নান্দাইল মডেল থানা পুলিশের একটি দল ইয়াবা ব্যবসায়ী জনৈক সাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। 

অভিযানে পুলিশ আবু বক্কর সিদ্দিকের ছেলে সাহাব উদ্দিন (৩২)কে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মহিলাসহ অন্যান্য লোকজন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ আহত হয়ে থানায় খবর দিলে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। এর এক ফাঁকে সাহাব উদ্দিন হাতকড়া নিয়ে পালিয়ে যায়। 

পুলিশ ঘটনাস্থলে সাহাব উদ্দিনের পিতা আবু বক্কর সিদ্দিক, সাহাব উদ্দিনের স্ত্রী রহিমা আক্তার আখি ও অপর ইয়াবা ব্যবসায়ী আবু ইউসুুফ কে গ্রেফতার করে । আহতরা হলো এসআই আমিমুজ্জামান, কনস্টেবল রুহুল আমিন, মঞ্জুরুল হক, সুজন মিয়া। আহতদের নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গ্রেফতারকৃত আঁখির স্বীকারোক্তিতে পুলিশ তাৎক্ষণিক পুনরায় সাহাব উদ্দিনের ঘরে তল্লাশী চালিয়ে গোপন জায়গা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মদের বোতল উদ্ধার করে। 

এ ব্যাপারে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে এড়িয়ে যান। তবে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ খলিলুর রহমান হাতকড়া নিয়ে পালিয়ে যাবার কথা এবং ইয়াবা উদ্ধারের কথা অস্বীকার করেন। 

সরেজমিনে দেখা যায় ঘটনাস্থলে থাকা সাহাব উদ্দিনের তিন বোন নাজমা (৩৫),আসমা (২৫), ও শিরিনা (২০) অভিযানকালে পুলিশের লাঠির আঘাতে মারাত্মক আহত হয়। নাজমা জানায়, পুলিশ অভিযান কালে ঘরে থাকা আসবাবপত্র ব্যাপক ভাংচূর করে।

অনলাইন আপডেট

আর্কাইভ