শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রক্তাক্ত নাফ নদী

হেলাল আনওয়ার

শুনতে পাচ্ছ! কারোর আর্তনাদ?
ওদের কান্নায় প্রকম্পিত বাতাসের প্রতিটি স্তর
এখন জোসনা রাতেও চাঁদহীন মেঘলা আকাশ
ছাই হয়ে যায় ওদের বাঁচার অধিকার।
 বেয়োনেট বিদ্ধ লাশের বীভৎসতা দেখে
ডুকরে ওঠে বিশ্ব মুসলমানের সবুজ আত্মা।
দুগ্ধপোষ্য কোলে মায়েদের অশ্রুসিক্ত চোখ
ক্রমেই মিশে যাচ্ছে শূন্যে ও গভীরে
চারিদিকে হাহাকার, চিৎকার
একটু বাঁচার অধিকার শুধু চায়
তাই ওরা কম্পিত দুটি হাত ঊর্ধ্বে তুলে
মহান রবের কাছে ফরিয়াদ করে-
হে আরশের অধিপতি,
এই জালিম শাসকের হাত থেকে রক্ষা করো,
রক্ষা করো শিশু, বৃদ্ধ নারী আর অসহায় বনী আদমের।
কোথায় এখন বিশ্ব বিবেক!
ওরা এখন বধিরের মতো-
দৃষ্টিহীন জন্মান্ধের মতো-যেন কিছুই শুনতে পায় না।

অনলাইন আপডেট

আর্কাইভ