শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

ভার্চুয়াল জনসভা

হিলি সংবাদদাতা : সীমান্তবর্তী দিনাজপুরের হিলি সীমান্তের হাকিমপুর উপজেলা প্রশাসন, হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড, উত্তর বঙ্গের বৃহত্তম আজিজিয়া আনোয়ারুল মাদরাসা, হিলি পাইলট উচ্চ-বিদ্যালয়, বাংলাহিলি বাজার বনিক সমিতি, স্কুল-কলেজ-মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল জনসভার আয়োজন করে।
গতকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল জনসভায় সরকারের সফল উন্নয়নমূলক কর্মকান্ড প্রচার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক বিরোধী ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্থানে আয়োজিত ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল জনসভায় যোগদান করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, সুধীজন, শিক্ষার্থী, হিলি স্থলবন্দরের শ্রমিক কর্মচারিগণ।

অনলাইন আপডেট

আর্কাইভ