বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

২১ মাস ধরে বেতন পান না প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরিরা

স্টাফ রিপোর্টার : চাকরিতেতে যোগ দেয়ার পর প্রায় ২১ মাস পার হলেও এখনো বেতন পাচ্ছেন না বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা। এমতাবস্থায় বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন নিয়োগপ্রাপ্তরা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগীরা। মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেশের অনেক উপজেলায় দফতরি কাম প্রহরী পদে সরকারের সব নীতিমালা অনুযায়ী নিয়োগপত্র পেয়ে আমরা যোগদান করি। যোগদান করার পর থেকে বিদ্যালয়ে আমরা যথারীতি কর্মরত আছি। কিন্তু যোগদান করার প্রায় দীর্ঘ ২১ মাস অতিবাহিত হলেও আমরা এখনো বেতন-ভাতা পাইনি। এর ফলে আমাদের প্রতিটি পরিবার মানবেতর জীবন-যাপন করছি। তারা বলেন, বিদ্যালয়ে ২৪ ঘণ্টা কর্মরত থাকায় আমাদের অন্য কোনো কাজ করে উপার্জন করাও সম্ভব হচ্ছে না। অতি দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হোক। মানববন্ধনে সারাদেশ থেকে আসা নিয়োগপ্রাপ্ত বহু দফতরি কাম প্রহরী উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ