মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে ১ হাজার বাসা ১৫টি দোকান ভস্মীভূত

চট্টগ্রাম অফিস : রোববার গভীর রাতে নগরীর সদরঘাট থানার মাইল্যার বিল বস্তিতে আগুন এক হাজার সেমিপাকা বাসা ও ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুস সাত্তার মন্ডল জানান, রোববার রাত দেড়টার দিকে মাইল্যার বিল বস্তিতে আগুনে দোকান ও বসতঘর পুড়ে যায়।  বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা করছেন তিনি। তবে বিষয়টি মানতে নারাজ বস্তিবাসী। তাদের অভিযোগ কেউ উদ্দেশ্যে প্রণোদিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিটের ১৭টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিবাসী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বস্তিতে ২৬ জন মালিকের অধীনে প্রায় এক হাজার ছোট বাসা ছিল। এছাড়া ১৫টি দোকানও ছিল এই বস্তিতে। সব মিলিয়ে কয়েক হাজার মানুষ থাকতো এই বস্তিতে। সবকিছুই পুড়ে ছাই। আগুনে সর্বস্ব হারিয়ে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ