শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ইমাননগর দাখিল মাদরাসা টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

কেশবপুর (যশোর) সংবাদদাতা: কেশবপুরে ইমাননগর দাখিল মাদ্রাসার সুপার মতিয়ার রহমান ওই মাদ্রাসার পিয়ন পদে চাকরী দেয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
তিনি মাদ্রাসার এক জমিদাতার কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েও তাকে নিয়োগ না দিয়ে বর্তমান আরও বেশী অর্থ বাণিজ্যের আশায় ডাকাতি মামলার এক বিতর্কিত আসামীকে ওই পদে নিয়োগ দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আক্তারুজ্জামান প্রতিকার চেয়ে গত ১৫ ডিসেম্বর কেশবপুর প্রেসক্লাব সভাপতি বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
এ ব্যাপারে সুপার মতিয়ার রহমান বলেন, আমি তার কাছ থেকে কোনো টাকা নেয়নি। আর এ নিয়োগে আমার কোনো হাত নেই।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ইনামুল কবীর বুলু বলেন, সুপার আমার কাছে স্বীকার করেছে আক্তারুজ্জামানের কাছ থেকে তিনি ১ লাখ ৮৮ হাজার টাকা নিয়েছেন এবং বাকি টাকা গত কমিটির সভাপতি নিয়েছেন।
আক্তারুজ্জামান এ সংক্রান্ত কোনো অভিযোগ করলে আমি অতি শিঘ্রই ম্যানেজিং কমিটির মিটিং ডেকে সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সাবেক সভাপতি আসাদুজ্জামান বলেন, আক্তারুজ্জামানের কাছ থেকে সমুদয় টাকা ওই সুপারই নিয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে।
আমি তার কাছ থেকে নিয়োগ বোর্ড গঠন করার জন্য মাত্র ২৭ হাজার টাকা নিয়েছিলাম। পরবর্তীতে নিয়োগ দিতে ব্যর্থ হয়ে তার টাকা ফেরৎ দিয়েছি।

অনলাইন আপডেট

আর্কাইভ