শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নজরুল একাডেমী ও জাতীয় কবিতা মঞ্চের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা

স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সুনাগরিক গঠনে সাহিত্য চর্চার বিকল্প নেই। বিশেষ করে নজরুল চেতনায় নাগরিক গঠনে আগামী প্রজন্মকে শিক্ষা দিতে হবে। যে কোন দুঃসময়ে আমরা নজরুলের দ্বারস্থ হয়েছি। আমাদের স্বাধীনতা যুদ্ধে নজরুল চেতনাকে কাজে লাগিয়েছি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে রণকৌশলে এগিয়ে যেতে নজরুলের রণসংগীত দেশমাতৃকার সেই কবিতাগুলোর চর্চা করেছি। এখন আমরা নজরুল থেকে অনেক দূরে সরে আসছি। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সুনাগরিক গঠনে নজরুলকে আরও বেশি করে চর্চা করতে হবে।
 নজরুল একাডেমী ও জাতীয় কবিতা মঞ্চের যৌথ উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও নজরুল চর্চায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গত ১৭ ডিসেম্বর লাভলেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে সাদার্ন ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন। নজরুল একাডেমীর সভাপতি ফরিদা করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অনুবীক্ষণ পত্রিকার নির্বাহী সম্পাদক সোহরাব হোসেন, কবি মোস্তফা নুর, এডিশনাল পি.পি অ্যাডভোকেট ডি কে বিশ্বাস, আরটিভির ব্যুরো প্রধান সরওয়ার আমিন বাবু, কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির কবি কামাল পারভেজ, লোকমান চৌধুরী রুশু ও মজিবুল্লাহ তুষারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কবিতা মঞ্চের চট্টগ্রাম সভাপতি ওচমান জাহাঙ্গীর, বিভাগীয় কমিটির আহবায়ক আবদুল্লাহ মজুমদার, সাংবাদিক আলমগীর রানা, কবি ফরিদ মিল্লাত, লায়ন ডা. এম এ হানিফ, আনিকা বৃষ্টি, ফারুক মো. জাহাঙ্গীর, মো. শাহ নাজমুল হুদা চৌধুরী, মো. নাছিরুল আলম গণি, মো. সৈয়দুল হক, লুলুল বাহার, তুতুল বাহার, মফিজ সিকদার, মাহামুদুল হাসান তিতাস, নজরুল ইসলাম, ইমাম উদ্দিন, রহমান খলিল, বিবি কুলসুম, তারেকুল আলম প্রমুখ।
-লোকমান হোসেন রুশু

অনলাইন আপডেট

আর্কাইভ