বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার উদ্যোগে মাদরসার ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো: জালাল উদ্দিন আকন্দের সভাপতিত্বে এবং ভাংনাহাটি কামিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়াতুল মুদাররেছিনের মহাসচিব আলহাজ্ব শাব্বির আহম্মেদ মমতাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়াতুল মুদাররেছিনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহা  পরিচালক মো: বিল্লাল হোসেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ড. মো: ইলিয়াছ ছিদ্দিকী, মমতাজীয়া দরবার শরীফের পীর পীরজাদা আলহাজ্ব এস এম রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- বর্তমানে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অনেক প্রসার লাভ করেছে। এত প্রতিকুলতার মাঝেও আলিয়া মাদরাসার ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৮০ লক্ষাধিক। শিক্ষক আছে প্রায় ৩ লক্ষাধিক এবং ৮০ লক্ষাধিক ছাত্র ছাত্রীর মধ্যে ভবিষ্যত মাওলানা প্রায় ৩৫ লক্ষ ছাত্র ছাত্রী। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ১০০ বছরের আন্দোলনের ফসল। ইসলামী মনা শিক্ষকরা একটি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের জন্য যুগ যুগ ধরে আন্দোলন করেছিলেন। মাননীয় প্রধান মন্ত্রীর সদিচ্ছায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর সহায়তায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছে। বক্তব্য শেষে অনুষ্ঠানে ওয়াজ ফরমান মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ও দোয়া পরিচালনা করেন মমতাজীয়া দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব এস এম রুহুল আমীন।

অনলাইন আপডেট

আর্কাইভ