ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডের ৩৪২ রানের বিশাল চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সামনে ৩৪২ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।টম ল্যাথামের সেঞ্চুরি ও কলিন মানরোর হাফ সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে কিউইদের সংগ্রহ ৩৪১ রান। ইনজুরির কারণে দীর্ঘ বিশ্রামের পর মাঠে ফেরা মুস্তাফিজ ২ উইকেট নিয়েছেন। তবু তার কাটার-স্লোয়ারেও বেঁধে রাখা যায়নি ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং ঝড়। 

ক্রাইশ্চচার্চের হেগলি ওভালের মেঘলা সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের আজ প্রথম ওয়ানডে ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে মাশরাফি বাহিনী। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন স্বাগতিক দুই ওপেনার লেথাম ও গাপটিল। তবে বিপদজনক স্লোয়ার-কাটারে ফিরিয়ে প্রথম উইকেট নেন মোস্তাফিজ। উইলিয়ামসনকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট নেন তাসকিন।

বোলিংয়ে এসে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন সাকিবও। তবে লেথামের সাথে কলিন মনরো দেড়শ রানের জুটিতেই বিশাল সংগ্রহের ভিত্তি পায় স্বাগতিকরা। খুনে মেজাজে ব্যাট করা কলিন মানরোকে ফিরিয়ে দিয়ে দেড়শ’ ছাড়ানো জুটি ভাঙেন সাকিব আল হাসান।

শেষ দিকে তাসকিন, মোস্তাফিজ ও সাকিব আরও ১টি করে উইকেট নিলেও ৭ উইকেট হারিয়ে ৩৪১ রানের পাহাড়ে চড়ে বসে নিউ জিল্যান্ড।

অনলাইন আপডেট

আর্কাইভ