ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বড়দিনে দেশকে খুব মিস করছেন রোনালদো

অনলাইন ডেস্ক: বড়দিনের এই উত্সবের সময়টাতে নিজের বাড়ি পর্তুগালের মেডেইরাতে যাবার আগ্রহ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ে বাড়ির কথা খুব বেশী মনে পড়ছে বলেই জানিয়েছেন সিআর সেভেন।

২০০৩ সালে স্পোর্টিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যাবার মাধ্যমে খুব কম বয়সেই পর্তুগাল ছেড়েছিলেন এই তারকা স্ট্রাইকার। ২০০৯ সালে যুক্তরাজ্য থেকে স্পেনে পাড়ি জমান। তারপর থেকেই রিয়াল মাদ্রিদের সাথে আত্মিক এক সম্পর্ক গড়ে তুলেছেন। একটি লা লিগা শিরোপাসহ মাদ্রিদকে উপহার দিয়েছেন দুটি চ্যাম্পিয়নস লীগ শিরোপা। ডিসেম্বরের শুরুতে বছর জুড়ে অসাধারণ পারফরমেন্সের পুরস্কার হিসেবে ৩১ বছর বয়সী এই পর্তুগীজ তারকা ব্যালন ডি’অর জয় করেন। সারা বছরে মাদ্রিদের হয়ে ৪৪টি ম্যাচে গোল করেছেন ৪২টি। এবারের গ্রীষ্মে প্রথমবারের মত পর্তুগালকে উপহার দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক বার্তায় রোনালদো বাড়ির কথা উল্লেখ করে বলেছেন, ‘এটা বড়দিন...বছরের এই সময়টা শুধুমাত্র আমি নই, সবাই নিজ বাড়িতে ফিরতে উদগ্রীব থাকে। মেডেইরায় কয়েকদিন কাটাতে পারলে দারুন হতো। সেখানকার অভিজ্ঞতা সত্যিই দারুন উপভোগ্য।’-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ