শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নীলফামারীতে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

নীলফামারী সংবাদদাতাঃ নীলফামারীতে আলু ভর্তি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহত শ্রমিক দুই জন হলেন, জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই কবিরাজপাড়া গ্রামের কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান (২৬) ও একই গ্রামের সামছুল হক গাঠুর ছেলে আব্দুর রশিদ (২৭)। আহত অপর শ্রমিক হলেন, একই উপজেলার থেথতেরীপাড়া গ্রামের বজরু মামুদের ছেলে ইউনুছ আলী (৩০)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে, আজ বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার পুকুরপাড়ে। এাকাবাসী জানায়, ট্রাকটি বস্তা ভর্তি আলু লোড করে যাওয়ার ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাটের আসামাত্র চালক নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা তিন শ্রমিক নিচে চাপা পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় এবং এক শ্রমিককে গুরুত্ব আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। ট্রাকের চালক পালিয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার রেদোয়ানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দুই শ্রমিকের মৃত অবস্থায় ও একজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, আহত শ্রমিককে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্মাননা প্রদান

নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার নির্বাচিত ১২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ বুধবার জেলার সদর উপজেলা পরিষদ চত্বরে ল্যাম্ব-প্লান পার্টনারশীপ প্রকল্পের আই এম পাওয়ার প্রজেক্টের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। বে-সরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্বের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিবের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফকরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলি, ল্যাম্বের আইএম পাওয়ার প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বোরহান মৃধা, প্লান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম, ল্যাম্বের টেকনিক্যাল অফিসার এনামুল হক প্রমূখ। প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ