শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কিশোর ফুটবলারদের কাছে আরও সাফল্য চান সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার: মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মখ কাপের প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল দেশে ফিরেছে। গতকাল মঙ্গলবার বাফুফে ভবনে কিশোর দলটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তিনি বলেন, ‘দেশের ফুটবলের জন্য তোমাদের এই সাফল্যে আমরা গর্বিত, তবে তোমাদের এখানে থেমে থাকলে চলবে না, তোমাদের পুরো দলকে আগামী ফেব্রুয়ারি থেকে বাফুফের আবাসিক ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হলো। বড় ফুটবলার হওয়ার জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। দেশি ও বিদেশি কোচিং স্টাফ তোমাদের প্রশিক্ষণ দেবে। আমরা আশা করি তোমরা কঠোর পরিশ্রম করে বড় ফুটবলার হবে এবং ভবিষ্যতে দেশের জন্য আরও সাফল্য আনবে।’
বাফুফে সহ-সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির প্রধান বাদল রায় বলেন, ‘তোমরা তোমাদের যোগ্যতা প্রমাণ করেছ। তবে বড় ফুটবলার হতে হলে নিজেকে সুশৃঙ্খলভাবে তৈরি হতে হবে। তোমাদের যাত্রা সবেমাত্র শুরু, সামনের পথ কঠিন ও অনেক বড়।’অনুষ্ঠানে বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, নির্বাহী সদস্য ফজলুর রহমান বাবুল, ইলিয়াস হোসেন, জাকির হোসেন চৌধুরী, সত্যজিত দাস রুপু, অমিত খান শুভ্র,টিম লিডার মনজুরুল করিম, ম্যানেজার মানস দাস ধলূ, কোচ পারভেজ বাবু ও মাহবুব আলম পলো এবং সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন। এব আগে  প্লেট পর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে উষ্ণ অভ্যর্থনা দেয়  বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যর্থনা কক্ষে লাল-সবুজের যুবাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ