বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

মুসলিম কর্মীদের ৯০ মিনিট নামায বিরতি উত্তরাখণ্ডে

১৯ ডিসেম্বর, ইন্টারনেট : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সরকার মুসলিম সরকারি কর্মীদের জুমার নামাযের সুবিধার্থে ৯০ মিনিটের বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সময়ের অভাবে অনেক মুসলিম সরকারি কর্মীদের শুক্রবার অফিসের সময় নমাজ পড়তে অসুবিধা হতো। দীর্ঘ দিন ধরে রাজ্যের মুসলিম সরকারি কর্মীরা জুমার নামায পড়ার সময় বিরতি দেয়ার দাবি জানিয়ে আসছেন। শনিবার উত্তরাখ-ের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ক্যাবিনেট বৈঠকের পর সিদ্ধান্ত নেয় মুসলিম সরকারি কর্মীদের বিশেষ বিরতি দেয়া হবে।
মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ঘোষণা করেন, প্রতি শুক্রবার ১২.৩০ থেকে ২.০০ পর্যন্ত বিশেষ বিরতি দেয়া হবে মুসলিম সরকারি কর্মীদের। এদিকে, রাজ্যে কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তকে বিরোধীরা কটাক্ষ করেছেন। তাদের মতে, আগামী বছর নির্বাচন বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ