ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

অস্ট্রেলিয়ায় ক্রিসমাস ট্রিতে বিষধর সাপ!

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ায় ক্রিসমাস ট্রিতে ডোরাকাটা বিষধর সাপ। সাপটি রং বেরঙের ছিল বলে তা বর্ণিল ক্রিসমাস ট্রির সাথে প্রায় মিশে যায়। কিন্তু খুব কাছ থেকে দেখার পর বুঝা যায় এটি একটি বিষধর সাপ।

রোববার বাড়ির ক্রিসমাস ট্রিতে এই সাপ দেখে ওই বাড়ির একজন নারী। দেখার পর নিজেকে শান্ত রেখে সে পেশাদার সাপুড়েকে খবর দেয় এবং চুপচাপ অপেক্ষা করতে থাকে।

সাপুড়ে বেরি গোল্ডস্মিথ সোমবার এএফপিকে বলেন, ‘এটি ছিল টাইগার স্ন্যাক। সাপটি অনেক বিষধর। তবে এ সাপকে আঘাত না করলে সাধারণত: এটি কাউকে ছোবল দেয় না।

বাড়ির দরজা খোলা থাকায় সম্ভবত এটি ভেতরে প্রবেশ করে ওই গাছে উঠে পড়ে। টাইগার স্ন্যাক সাধারনত: ১০ ফুট লম্বা হয়ে থাকে। উপকূলীয় এলাকায় এ সাপ বেশী দেখা যায়।

বিশ্বের যে ২৫টি দেশে সবচেয়ে বেশী বিষধর সাপ পাওয়া যায় সেসব দেশের মধ্যে অস্ট্রেলিয়ার অবস্থান ২০তম।

অনলাইন আপডেট

আর্কাইভ