শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইআইইউসি’র বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস ২০১৬ উদযাপন করলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ইত্যাদি আয়োজন নিয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়।

দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন ১৫ ডিসেম্বর ছিল সকাল সাড়ে ৯টায় কুমিরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বিজয়-শোভাযাত্রা, সকাল সাড়ে দশটায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম। ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ। নির্ধারিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন, আইআইইউসি‘র ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মোহাম্মদ ইফতেখারউদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশনের পরিচালক আ.জ.ম. ওবায়েদুল্লহ। অনুষ্ঠানমালার দ্বিতীয় ও সমাপনী দিন ১৬ ডিসেম্বর ছিল সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, প্রীতি ক্রিকেট ও ব্যাডমিন্টন ম্যাচ, শিশুদের ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি‘র ভারপ্রাপ্ত প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. সিরাজুল ইসলাম, আইন বিভাগের প্রধান সাইদুল ইসলাম, আইআইইউসি‘র শিক্ষক ড. নূরুজ্জামান, জুনায়েদ কবির ও সলিমুল্লাহ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন জনসংযোগ কর্মকর্তা ও আবৃত্তি শিল্পী মোসতাক খন্দকার। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ