ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

সিলেট বিমানবন্দরে আবারো কোটি টাকার স্বর্ণ আটক

অনলাইন ডেস্ক: এক মাসের ব্যবধানে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা ও কাস্টমসের যৌথ অভিযানে আবারো প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান ধরা পড়েছে। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ১ কেজি ৮৭২ গ্রাম।

কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে দুবাই থেকে আসে বাংলাদেশ বিমানের বিজি- ০৫২ ফ্লাইট। ফ্লাইটের হ্যান্ডব্যাগ কেবিনে পলিথিনের ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল এই স্বর্ণ।

তিনি জানান, উদ্ধার হওয়া ১৬টি স্বর্ণবারের মূল্য প্রায় কোটি টাকা। স্বর্ণ উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এর আগে গত ১৬ নভেম্বর সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২২৮ ফ্লাইট থেকে থেকে ৯ কেজি ৩০০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করে কাস্টমস বিভাগ।

অনলাইন আপডেট

আর্কাইভ