শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাঁচবিবিতে সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: সোমবার জয়পুরহাটের পাঁচবিবিতে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীন পাঁচবিবির আটাপাড়া ক্যাম্পের হাবিলদার নোয়াব আলীসহ ১০/১২ জন বিজিবি  পেশাগতদায়িত্ব পালনকালে দৈনিক খবরপত্রের সাংবাদিক মোসলেম উদ্দিনসহ চেঁচড়া গ্রামের নিরীহ লোকজনকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার প্রতিবাদে পাঁচমাথা মোড়ে পাঁচবিবি পৌর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকরা মানব বন্ধন কর্মসূচী পালন করে।
মানব বন্ধন কর্মসূচীতে পাঁচবিবি, হিলি, বিরামপুর, ঘোড়াঘাট ও গোবিন্দগঞ্জের সাংবাদিকেরা অংশ নেন।
জয়পুরহাট-পাঁচবিবি-হিলি সড়কে পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে দৈনিক যায়যায় দিনের সাংবাদিক প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক দিলদার হোসেন, ইনকিলাবের মোশারফ হোসেন মজনু,  হাকিমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বৈশাখী টিভির প্রতিনিধিগোলাম মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ