শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সিঙ্গাপুরকে ৭ উইকেটে হারাল যুবদল

স্পোর্টস রিপোর্টার : যুব এশিয়া কাপে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে ৭ উইকেটে জয়  পেল বাংলাদেশ যুব ক্রিকেট দল। ৭১ রানে টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ যুব দল ৫ ওভারেই জয় তুলে নিয়েছে। বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিঙ্গাপুর। আব্দুল হালিম, নাঈম হাসানরা প্রতিপক্ষকে খুব ৭০ রানে গুটিয়ে যায় দলটি। গতকাল গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যে যা একটু প্রতিরোধ গড়েন সিঙ্গাপুরের উদ্বোধনী ব্যাটসম্যান রোহান রাঙ্গারাজন। তিনি করেন ২৩ রান। আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ আসে অতিরিক্ত থেকে। রোহানকে ফেরানো হালিম ২১ রানে নেন ৩ উইকেট। নাঈম ৩ উইকেট নিতে খরচ করেন ১৬ রান। দুটি ক্যাচ গ্লাভসবন্দি করার সঙ্গে একটি স্টাম্পিং করেন মুকিদুল, অবদান রাখেন একটি রান আউটে। জয়ের জন্য ৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক সাইফ। সাইফ করেন ৩৩। তার ১১ বলের ইনিংসটি গড়া ৪টি ছক্কা ও দুটি চারে। একটি করে চার হাঁকিয়ে ফিরে যান আফিফ হোসেন ও রায়হান রাফসান রহমান। ২৭০ বল হাতে রেখে দলকে জয় এনে দিতে ৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রকিব। মোহাম্মদ সজিব হোসেন করেন অপরাজিত ৭ রান। ওয়ানডে ম্যাচটাকে টি-টোয়েন্টি বানিয়ে ফেলেছিল বাংলাদেশের যুবারা। অধিনায়ক সাইফ ওপেনিংয়ে নেমে ১১ বলে খেলেছেন ৩৩ রানের ঝড়ো ইনিংস। যাতে ছিল ২টি চারের সঙ্গে ৪টি ছক্কার মার। সাইফের ইনিংসটাই আসলে সহজ ম্যাচটাকে করে দেয় আরও সহজ।
সংক্ষিপ্ত স্কোর:
সিঙ্গাপুর: ২৫.৫ ওভারে ৭০ (রোহান ২৩, দিপ ৯; হালিম ৭-১-২১-৩, ইয়াসিন ৫-০-১২-১, শওকত ৯-৪-১৮-২, নাঈম ৪.৫-১-১৬-৩)
বাংলাদেশ: ৫ ওভারে ৭১/৩ (সাইফ ৩৩, আফিফ ৬, সজিব ৭*, রাফসান ৬, রকিব ১৩*; প্রকাশ ০/১৬, আনশ ২/৩৪, রোহান ১/৭, বিক্রম ০/১৪)
ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

অনলাইন আপডেট

আর্কাইভ