শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মহান বিজয় দিবসে বারাকাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে বারাকাহ ফাউন্ডেশনের আওতাধীন তিনটি হাসপাতালে গতকাল শুক্রবার এক সাথে সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৬০০ জনকে চিকিৎসা পরামর্শ দেয়া হয়। ইনসাফ বারাকাহ হাসপাতাল মগবাজারে ২০০ জন, বারাকাহ জেনারেল হাসপাতাল রাজারবাগে ১০০ জন, বারাকাহ হাসপাতাল মদনপুরে ৩০০ জন রোগী চিকিৎসা পত্র গ্রহণ করেন। এ উপলক্ষে রোগীদেরকে পরীক্ষা-নিরীক্ষায় ৫০% ছাড় দেয়া হয়। সকাল ৮টায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুল রউফ। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: মো: রুহুল আমিন, চিফ এক্সজিকিউটিভ প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা পরামর্শ দেন প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম , অধ্যাপক ডাঃ মো:আব্দুল মান্নান খান, অধ্যাপক ডাঃ মাজহারুল হক খান, অধ্যাপক ডা: এহতেশামুল হক, অধ্যাপক ডাঃ সোলেমান ছিদ্দিক ভূঁইয়া, অধ্যাপক ডাঃ আবদুল লতিফ মোল্লা সহ ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তার।
ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুল রউফ জানান মানুষকে সচেতন করতে পারলে ও যথাযথ রেফারেল সিস্টেম চালু হলে স্বাস্থ্য ঝুকি থেকে অনেক খানি মুক্ত থাকা যাবে। আর এজন্য প্রয়োজন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তাই বারাকাহ ফাউন্ডেশন জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহান বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্প উপলক্ষে মাইকিং, লিফলেট বিতরণ. ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ