শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাজশাহীতে মানবাধিকার দিবস পালিত

রাজশাহী অফিস: রাজশাহীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এউপলক্ষে আয়োজিত কর্মসূচিতে রোহিঙ্গাদের বিষয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয়।
মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে অধিকার আয়োজিত শোভাযাত্রা শেষে মানবাধিকার কর্মীদের পথসভায় বক্তারা বলেন, প্রতিটি সরকারের আমলেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব অপরাধ মানবাধিকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আর এসব বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্রীয়ভাবে হচ্ছে। তাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হলে মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এজন্য সরকারকে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার বাস্তবায়নে আন্তরিক হতে হবে। তারা পাশর্^বর্তী দেশ মায়ানমারের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সংগঠনের রাজশাহী জেলার সমন্বয়কারী মঈন উদ্দীনের পরিচালনায় নগরীর সোনাদিঘীর মোড়ে এক পথসভায় উপস্থিত ছিলেন, মুহিবব্বুর আরেফিন, মানবাধিকার কর্মী নজরুল ইসলাম বাচ্চু, ইউসুফ আলী, উমর ফারুক, হাবিবুল্লাহ কাউছারী, এমএম মামুন, মেহেদি হাসান, মাহফুজুর রহমান তুহিন, শাহনেওয়াজ, মনিরুজ্জামান, মোফাজ্জল হোসেন, ইউনুস আহম্মেদ শিশির, রাবিক হাসান, আসিক, জার্জিস প্রমুখ।
এর আগে রাজশাহীর অধিকার’র কর্মীদের একটি র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পথসভা শেষে মানবাধিকার সংগঠন অধিকার’র বিবৃতি পাঠ করে শুনান রাজশাহী জেলার সমন্বয়কারী মঈন উদ্দীন।
গোদাগাড়ী (রাজশাহী)
গোদাগাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। “অধিকার প্রতিষ্ঠার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি” এ স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও লাইট হাউস সিএলএস ইজলাস প্রকল্পের সহযোগিতায় উপজেলা শহীদ মিনার থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ইসহাক, বিশেষ অতিথি উপজেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী শিশু নিকেতনের অধ্যক্ষ এসএম বরজাহান আলী পিন্টু প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ