শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রংপুর চিনিকলে আখ মাড়াই শুরু

গাইবান্ধা সংবাদদাতাঃ পুলিশ-সাঁওতাল সংঘর্ষের এক মাস তিন দিন পর গত শুক্রবার থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে। সন্ধ্যায় ২০১৬-১৭ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ। তাঁরা চিনিকলের মাড়াইযন্ত্রে আখ নিক্ষেপ করে মৌসুমের উদ্বোধন করেন। এরপর এ বছরের মৌসুমে চিনি উৎপাদন শুরু হয়।
এ উপলক্ষে সন্ধ্যার পর চিনিকল চত্বরে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল। বক্তব্য দেন চিনি ও খাদ্য শিল্প সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মাহবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আজম, পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আখচাষি সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ